ঢাকা, ১৮ ফেব্রুয়ারি : শাহবাগ স্কয়ারে আন্দোলনে সংহতি জানাতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরিকুল ইসলাম শান্ত। তিনি বিভিন্ন ব্লগেও নিয়মিত লিখতেন । একই সঙ্গে কার্টুনও আঁকতেন। দুপুরে তিনি আন্দোলনে সংহতি প্রকাশ করতে প্রজন্ম চত্ত্বরে যান। হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্ত’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান তারেক। শান্ত’র মৃত্যুতে বিকাল পাঁচটা ৫৯ মিনিটে শাহবাগ স্কয়ারে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহবায়ক ইমরান এইচ সরকার বলেন, আন্দোলনে শান্ত’র এই ত্যাগ আমরা কখনও ভুলব না।
তরিকুল ইসলাম শান্তর বাড়ি টাঙ্গাইলের বাসাইলে। কার্টুনিস্ট হিসেবে দৈনিক ‘ভোরের কাগজ’ পত্রিকায় কর্মজীবন শুরু করেন। পাশাপাশি ‘উন্মাদ’ পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ‘কল্পদূত কমিকস’ ছিল তাঁর নিজস্ব উদ্যোগ। নাট্যকার ও পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন।
↧
শাহবাগে এক ব্লগারের মৃত্যু
↧