Quantcast
Channel: বিডি নিউজ | bdnews.com » Uncategorized
Viewing all articles
Browse latest Browse all 10

‌’কাদের সিদ্দিকী নব্য রাজাকার ও সাবেক মুক্তিযোদ্ধা’

$
0
0

ঢাকা, ২১ ফেব্রুয়ারি : গণজাগরণ মঞ্চ থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে নব্য রাজাকার ও সাবেক মুক্তিযোদ্ধা বলে অভিহিত করা হয়েছে। গণজাগরণ মহাসমাবেশের মঞ্চ থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারিক বলেন, কাদের সিদ্দিকী একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কিন্তু তিনি গণআন্দোলনকে নিয়ে যেসব কথা বলছেন, তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। নইলে এসব নব্য রাজাকারদের পরিণতি ভালো হবে না। যারা তরুণ প্রজন্মের আন্দোলন, দেশ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।
জামায়াত-বিএনপি নিয়ন্ত্রিত নয়া দিগন্ত, আমার দেশ, সংগ্রাম এবং দিগন্ত  টেলিভিশন অপপ্রচার চালালে এর বিরুদ্ধে তরুণ প্রজন্ম রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় বক্তৃতা করতে গিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম কাদের সিদ্দিকীকে সাবেক মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করেন। মহাসমাবেশে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।


Viewing all articles
Browse latest Browse all 10

Trending Articles